প্রধান খবরবাংলাদেশ

চাঁদ জয়ের প্রস্তুতি নিতে শিশুদের আহ্বান প্রধানমন্ত্রীর

জ্ঞানবিজ্ঞান ও গবেষণার মাধ্যমে চাঁদ জয়ের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমরা একদিন চাঁদে যাবো। কাজেই এখন থেকেই সেভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে।

শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সেখানে একটি মুজিব কর্নারের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী এ সময় টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি স্কুলের শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন।

এ সময়, শেখ পরিবারের জ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাজমা আক্তার,

গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম, টুঙ্গিপাড়া

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইনুল হক, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি

মো. ইলিয়াস হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী পৌর সুপার মাল্টিপারপাস পৌর মার্কেটের উদ্বোধন শেষে দুপুর ১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন।

এর আগে শুক্রবার সড়ক পথে সন্ধ্যায় টুঙ্গিপাড়া আসেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। পরে রাত ৭টা ৫৫ মিনিটে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং ৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ সব শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। পরে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে সাক্ষর করেন এবং বঙ্গবন্ধুর বাড়িতে রাত যাপন করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension