
শারমিন আক্তার
শিশুর মতো ঘুমাতে পারি ভাববো বলে
আঁকড়ে ধরে থাকতে পারি মরবো বলে
তুমি না হয় কাঁথার মতো জাপটে থেকো
এখান-সেখান ভাঁজের খাঁজে লুকিয়ে রেখো!
নিঃস্ব হওয়া কঠিন নয়ত সহজ বটে
কিছু কথা বলতে পারি অকপটে,
শুধু আমি পারি না তোমায় ছুঁয়ে যেতে
চাইলেই কি সব পাওয়া যায় দুঠোঁট পেতে?
আকাশ টানে সামিয়ানা মেঘের ছায়ায়
আঙুলগুলো নিঃশ্বাস নেয় দাঁড় টানায়,
বুনো ফুলের সর্বনামে সর্বনাশা
তুমি চাইলেই হৃদয় ফুলে ভালোবাসা।
তবু আমি শিশুর মতো হচ্ছি বড়
তোমার মায়ায় কাছে এসেও জড়সড়
রাত বিরেতে স্বপ্ন আসে কাঁপায় জ্বরে
জানতে যদি কি চায় মন, কেমন করে!
এক ফালি চাঁদ কমলা লাগে রসের মতোন
আরেক ফালি লুকিয়ে হাসে করবে যতন,
তুমি চাইলেই অনন্তকাল গ্রহণ হবে
পূর্ণিমা আর অমাবস্যা একই খাটে কথা কবে।
আজকে না হয় এক গেলাসে রাতের হাওয়া
মুখ ডুবিয়ে তৃষ্ণা ভুলে নাওয়া খাওয়া,
ভোরে তখন শীতল বাতাস লুকোচুরি
আমি তোমায় লজ্জা দেবো আর সুরসুরি।
কাঁথা তোমায় দেবে না বাধা জড়াবে শুধু
এপাশ ওপাশ শুঁকে যাব খুঁজবো বধু,
চাইলে তুমি আমি হবো অনেক বড়
লিখে যাব অনন্তকাল যদি আঁকড়ে ধরো!