প্রবাস

চুরাশিয়ানদের আনন্দ আড্ডা

নিউ ইয়র্কে নিউ ইয়র্কের হলিস-এ সম্পন্ন হলো চুরাশিয়ান আনন্দ আড্ডা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চুরাশিয়ানদের পক্ষ থেকে জানানো হয়, গত ১১ মার্চ (শনিবার) এসএসসি ১৯৮৪ ব‍্যাচ নর্থ আমেরিকা গ্রুপের প্রতিষ্ঠাতা শামস্ চৌধুরী রুশোর বাসভবনে সীমিত পরিসরে আড্ডা আয়োজিত হয়। আড্ডায় দূর দূরান্ত থেকে অন্যান্য চুরাশিয়ান বন্ধুরা ছুটে আসেন। ফলে এই আড্ডা মহামিলনমেলায় পরিণত হয়। কানাডা থেকে বাংলাদেশ গ্রুপের এডমিন মিজান রহমান এসেছেন সপরিবারে। বাংলাদেশ গ্রুপের প্রতিষ্ঠাতা মশিউর রহমান মামুন ভার্চুয়ালি যুক্ত হন ইংল‍্যান্ড থেকে। নর্থ আমেরিকা গ্রুপের মডারেটর সামু হোসাইন সহ অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

গল্প-গান ও রকমারি খাবারে আড্ডা ভীষণ জমে ওঠে। সঙ্গীত পরিবেশন করেছেন নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চুরাশিয়ান হাসান মাহমুদ, আরটিভি বাংলার গায়েন খ‍্যাত তরুণ সঙ্গীত শিল্পী আলভান চৌধুরী। এছাড়াও আগত প্রতিভাবান চুরাশিয়ানরা সঙ্গীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন। গভীর রাত পর্যন্ত আড্ডা চলে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে থিতু হওয়া বাংলাদেশ গ্রুপের এডমিন সাঈয়েদ মাহবুবুর রহমান লিপু ব্রঙ্কস থেকে আড্ডায় এসে যুক্ত হন। একই আয়োজনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও বাংলাদেশের প্রতিনিধিদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে অন‍্যরকম মাত্রা দিয়েছে।

আগামী ২২ জুলাই নায়াগ্রা-য় অনুষ্ঠিতব‍্য নর্থ আমেরিকা চুরাশিয়ান মিলনমেলার ব‍্যাপক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension