
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এক সহযোগী গ্রেফতার
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনতাইয়ের ঘটনায় সহযোগী জঙ্গি সদস্য মেহেদী হাসান অমি ওরফে রাফিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির পক্ষ থেকে এক বার্তায় এ তথ্য জানান হয়। এতে বলা হয়, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় করা মামলার এজাহারনামীয় আসামি এই রাফি।
এবিষয়ে আগামীকাল বৃহস্পতিবার সকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।
আদালত পাড়া থেকে পুলিশের ওপর পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আদালতে দায়িত্বরত পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে ডিএমপির প্রসিকিউশন বিভাগ।
ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিব পালানোর ঘটনায় পুলিশ সদর দফতর ও ডিএমপি পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।