লুৎফুর রহমান চৌধুরী
অনেক কিছু লেখার ছিল যতবার কলম হাতে নিয়েছি
ততবারই ভেঙে পড়েছি ভরা ভ্রান্ত হৃদয় নিয়ে
কিছু লিখতে গেলেই ছাত্রদের রক্তাক্ত দেহ ভেসে ওঠে
দু’চোখের জানালার সামনে,
আমি আজ বোবা মুখের ভাষা হারিয়ে ফেলেছি
রাষ্ট্রের কুসংস্কার তাণ্ডব দেখে
তাজা রক্তের দাগ দেখছে চেয়ে চেয়ে শকুনের দল।
আবু সাঈদ তুমি যেভাবে দাঁড়িয়ে ছিলে মনে হয়েছে
তুমি একটা মানচিত্র—
সেই মানচিত্র, বুকে ধারণ করে বীরবের মতো ছিলে
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের জনগোষ্ঠীর ছবি
তোমার বুকে আমরা দেখেছি,
জানি তোমার নিজের স্বার্থের জন্য তুমি লড়তে আসোনি,
এসেছিলে সর্ব শ্রেণীর মানুষের অধিকারের আদায়ে।
আবু সাঈদ তোমার বুক যার বুলেটে ঝাঁঝরা হয়েছে
সে মানুষ নয়, মানুষ নামের কলংক!
যারা তোমার সঙ্গী হয়ে শহীদ হয়েছেন,
তারা তোমার বুকের মানচিত্রের একেকটি পতাকা
আজ তোমাকে শ্রেষ্ঠ বীর তোমাকে স্যালুট জানাই
রাষ্ট্র এই ছাত্রদের সাথে যে কাজটি করেছে
একদিন জবাব দিতেই হবে রাষ্ট্রকে, আজ না হয় কাল।