
জাতিসংঘ অধিবেশনে ইসরায়েলি রাষ্ট্রদূতকে আটকের খবর
জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ এরদানকে সাধারণ অধিবেশন চলাকালীন নিরাপত্তা রক্ষীরা আটক করেছে বলে একটি খবর ছড়িয়ে পড়েছে। তবে তাকে আটকের বিষয়টি অস্বীকার করেছে জাতিসংঘ।
একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি সাধারণ অধিবেশনে তার বক্তব্য দিতে শুরু করলে প্রতিবাদস্বরূপ ওই হল থেকে বেরিয়ে যান গিলাদ এরদান। এরপরই তাকে আটক করে জাতিসংঘের নিরাপত্তা রক্ষীরা। যদিও তাকে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়।
ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছিল তা এখনও জানা যায়নি। রায়িসির বক্তব্যের প্রতিবাদে গিলাদ এরদান তার হাতে থাকা মাহসা আমিনির একটি ছবি তুলে ধরেছিলেন। গত বছর হিজাব না পরার অপরাধে ওই কুর্দি তরুণীকে গ্রেপ্তার করেছিল ইরানের পুলিশ। পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হয়।
তবে দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি রাষ্ট্রদূতকে আটকের খবর অস্বীকার করেছে জাতিসংঘ। সংস্থাটির একজন মুখপাত্র বলেন, সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্টের ভাষণ দেওয়ার সময় ইসরায়েলি রাষ্ট্রদূত একটি ছবি উত্তোলন করেন। জাতিসংঘের নিরাপত্তা বাহিনী তার সঙ্গে কথা বলেছে। কোনোভাবেই তাকে আটক করা হয়নি।