প্রবাস

জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রের দোয়া মাহফিল ও আলোচনা সভা

জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের জম্মবার্ষিকী উদযাপনে দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, শহিদ প্রেসিডন্ট জিয়াউর রহমানের ৮৭তম জম্মবার্ষিকী উদযাপন ও কেন্দ্রীয় ঘোষিত কর্মসুচীর অংশ বিশেষ গত সোমবার বাদ এশা জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রে গত ২৩ জানুয়ারি (সোমবার) জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার কমপ্লেক্সে বিশেষ দোয়া মাহফিল এবং সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্র এর সভাপতি জাহাঙ্গীর এম আলমের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শেখ মুজিব সরকার স্বাধীনতা পরবর্তীতে প্রথমে গণতন্ত্রকে হত্যা করেন। তিনি ছিলেন দেশে পারিবারতন্ত্র একদলীয় বাকশালি জনক। জনগণের ভোটাধিকারও ছিল না। আজকে তার কন্যা হাসিনার নেতৃত্বে একনায়ক মুজিবের বাকশালি মডেলের দুঃশাসন চলছে।

নেতৃবন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দূরদৃষ্টি সম্পন্ন একজন মহান দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। যিনি জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে উন্নয়নের শিহরে নিয়ে গেছেন।

আলোচনা সভা শেষে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আনোয়ার ইসলাম নিউ ইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাইদুর রহমান, যুগ্ম আহ্ববায়ক দেওয়ান কাউসার, নিউ ইয়র্ক মহানগর দঃ বিএনপির আহবায়ক হাবিবুর রহমান সেলিম,যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিঃসহ সভাপতি মোস্তাক আহম্মদ,জাফর তালুকদার শ্রমিক নেতা মোস্তফা আহম্মদ, হুমায়ুন কবির, আলহাজ্ব আব্দুল হান্নান শিকদার, শফিকুর রহমান তপু ও মো. নাছির, আকন্দ, নূর নবী চৌধুরী, মোহাম্মদ আলম, ফয়সাল আহমেদ, যুবদল নেতা মোহাম্মদ মনির, মোহাম্মদ আজিজ ও শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension