জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার মতবিনিময় সভা
জাতীয় পার্টির সাবেক রংপুর-২ আসনের সংসদ সদস্য জনাব আনিসুল ইসলাম মন্ডল ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্র আসাকে কেন্দ্র করে দলটির যুক্তরাষ্ট্র শাখার নেতৃবৃরা এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে।
গত ২৪ মে দুপুরে সভায় জাতীয় পার্টির সভাপতি হাজী আব্দুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায়, বিশেষ অতিথি জাপার উপদেষ্টা অ্যাডভোকেট শাহাজাদী নাহিনা নূর, উপদেষ্টা গিয়াস মজুমদার। আরো উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম জহির কবির, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুব বিষয় সম্পাদক শফি আলম, প্রচার সম্পাদক মীর জাকির, কোষাধক্ষ জি এম ইলিয়াস, মহিলা সভানেত্রী কানিজ ফাতেমা, সদস্য খান আনোয়ার, সদস্য মুজিবুর রহমান, যুব সংহতির সভাপতি আব্দুল মহিউদ্দিন আলি।