
শারমিন নাহার ঝর্ণা
জানিনা কে তুমি ছায়া হয়ে পিছু ডাকো
নিঃসঙ্গ সময় যে আমার কাছে থাকো।
আড়াল থেকে এনে দাও বড্ড সাহস মনে
সুখের কথা দুঃখের কথা বলি তোমার সনে।
অদ্ভুত ছায়া হয়ে কেন আছো পাশে পাশে?
বিষাদ গুলো তোমায় দেখে ফিকফিক করে হাসে।
কে গো তুমি ছায়া দিয়ে আগলে রাখো বেশ
সময়গুলো থমকে দাঁড়ায় হয় না যেন শেষ,
মনের ভেতর জেগে ওঠে কত রকম গল্প
শুনতে চেয়ে কোথায় হারাও সময় বুঝি অল্প?
তোমায় আমি খুঁজে ফিরি তুমি কে সেই জন
খুঁজতে গিয়ে পেলাম খুঁজে তুমি আমার মন।