প্রবাস

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের থ্যাংকস্ গিভিং ডে উদযাপন

নিউ ইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক থ্যাংকস গিভিং ডে পালন করেছে।

গেল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) জালালাবাদবাসীর স্বতঃপুর্ত অংশগ্রহণে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে প্রথমবারের মতো থ্যাংকস্ গিভিং ডে পালন করে।

থ্যাংকস্ গিভিং ডে অনুষ্ঠানটি সাধারণ সম্পাদক মইনুল ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীন কামালী। মইনুল ইসলাম স্বাগত বক্তব্যে জালালাবাদ ভবনে উপস্হিত সবাইকে বিশেষ অতিথি সম্বোধন করে প্রতিশ্রুতি দিয়ে বলেন, জালালাবাদ বাসীর সার্বিক সহযোগিতায় বাংলাদেশী সকল জাতীয় দিবস এবং থ্যাংকস্ গিভিং , ঈদ পুনর্মিলনীসহ সকল আনন্দঘন অনুষ্ঠান আপনাদের সাথে নিয়ে পালন করব।

সভা পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনের কার্যকরী সদস্য জনাব হেলিম উদ্দিন। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জালাবাদের সাবেক ট্রাস্টি বোর্ড সদস্য ও বাংলাদেশ সোসাইটির তৃতীয়বার নির্বাচিত বোর্ড অব ট্রাস্টি আব্দুল হাসিম হাসনু, সাবেক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, ঢাকা জালালাবাদের সাবেক কর্মকর্তা সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতারুল ইসলাম, কাতার জালালাবাদের সাবেক সভাপতি নজরুল ইসলাম, সিলেট সদর এসোসিয়েশনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, সিলেট সদর থানা এসোসিয়েশনের সাবেক সভাপতি ইয়ামীন রশীদ, জালালাবাদের সাবেক সফল সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, শাহ রকিব উদ্দিন,যক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান, হাজী ইকবাল হোসেন, ফজলুর রহমান সভাপতি মৌলবী বাজার জেলা সমিতি, শাহ রাকিব আলী উপদেষ্টা মৌলভীবাজার সোসাইটি, মৌলানা সাইফুল আলম সিদ্দীকি সাবেক সহ সভাপতি জালালাবাদ এসোসিয়েশন, গোলাপগঞ্জ সমিতির সভাপতি এবাদ চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ড সোঃ সাবেক সভাপতি বেলাল চৌধুরী, জালালাবাদের সাবেক সাংগঠনিক সম্পাদক দুরুদ মিয়া রনেল, সাবেক সাহিত্য সম্পাদক হুমায়ূন চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ আতাউল গনি আসাদ।

এছারাও নবীগঞ্জ সমিতির সভাপতি শেখ জামাল হোসেন, জকিগঞ্জ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জকিগঞ্জ ইউনাইটেড সমিতির সাধারণ সম্পাদক লায়েক আহম্মদ, দেওয়ান মঞ্জু হবিগঞ্জ সোসাইটি সাবেক সভাপতি, আব্দুল মুসাব্বির, ফয়জ্জুন নুর চৌধুরী, মদব্বির হোসেন, মাসুক মিয়া, প্রফেসর আজাহার, আলম উদ্দীন, মাহমুদ চৌধুরী, মনির আহমদ সাবেক সভাপতি বিশ্বনাথ কল্যাণ সমিতি, মনির উদ্দীন, হাসান চৌধুরী মাসুম, শাহনূর কোরেশি, অব্দুল করিম সাবেক প্রচার সম্পাদক জালালাবাদ, আবুল খায়ের মঞ্জু সাবেক কর্মকর্তা জালালাবাদ এসোসিয়েশন, আকবর হোসেন স্বপন সাবেক সদস্য জালালাবাদ, ব্যবসায়ী মইনুজ্জানান চৌধুরী, গিয়াস উদ্দীন সহ সভাপতি হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি, শাহ গোলাম রাহিম শ্যমল, মনসুর চৌধুরী, এনায়েত হোসেন জালাল সাধারণ সম্পাদক মদিনা মসজিদ, আব্দুস সালাম সাবেক সাধারণ সম্পাদক উসমানী নগড় সমিতি, শফিকুল ইসলাম সাবেক কুষাদক্ষ বিয়ানীবাজার সমিতি, বদরুল উদ্দীন, মখন মিয়া সাবেক জালালাবাদ কর্মকর্তা, আবুল কালাম সাবেক সাধারণ সম্পাদক হবিগঞ্জ সদর সমিতি, ফারুক আহমেদ, আব্দুস সবুর,আব্দুর রউফ তুলন, জামাল আহমদ, জয়নাল উদ্দীন লায়েক, সৈয়দ এ রবসহ আরও অনেকে। এছাড়াও নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়েও উপস্হিত ছিলেন।

সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শাহ মাহবুব, জালিলুর রহমান অপু, ফোরকান মিয়া রফি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension