
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভোটার সংখ্যা ৩,০৪২
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার ভোটার সংখ্যা ৩ হাজার ৪২-এ উন্নীত হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
তিনি জানান, গতকাল ছিল সদস্য সংগ্রহ কার্যক্রমের শেষ দিন। এদিন নির্বাচনের চূড়ান্ত ভোটার সংখ্যাও জানিয়ে দেওয়া হয়। শেষ দিন পর্যন্ত চূড়ান্ত জেনারেল ভোটার সংখ্যা হয়েছে ২ হাজার ৫শ’ ৯০ জন এবং আজীবন সদস্য আছেন ৪৫২ জন। সব মিলিয়ে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪২ জনে।
তিনি আরও বলেন এই ভোটার সংখ্যা ২০২৪-২৭ সাল পর্যন্ত বলবৎ থাকবে।
উল্লেখ্য, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ২০২২ সালে অনুষ্ঠিত নির্বাচনে বদরুল-মঈনুল প্যানেল বিজয়ী হয়। গেল এপ্রিলে সংগঠনটির নতুন নির্বাচন কমিশন গঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভায় আগামী নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারিত হলে বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে জানিয়ে দেওয়া হবে।