আন্তর্জাতিক

জাহাবিকে সরকার থেকে পদচ্যুত করলেন সুনাক

ট্যাক্স কাণ্ডে বিতর্ক ওঠায় যুক্তরাজ্য সরকারের মন্ত্রীর পদ থেকে বহিষ্কৃত হয়েছেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান নাদিম জাহাবি।

রোববার জাহাবির কর্মকাণ্ডকে মন্ত্রিত্বের আচরণবিধির ‘গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে একটি লিখিত বার্তায় সরকার থেকে পদচ্যুত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

তবে পত্রে করোনা মহামারির সময় ও বিগত বছরগুলোতে জাহাবির কাজের ভূয়সী প্রশংসা করেন সুনাক।

খোলা বার্তায় সুনাক জাহাবিকে বলেছেন, ‘এটা স্পষ্ট যে মন্ত্রিত্বের আচরণবিধির চরম লঙ্ঘন হয়েছে। ফলে সরকারের পদ থেকে আপনাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত আমি জানিয়ে দিচ্ছি।’

জাহাবির বিরুদ্ধে অভিযোগ ছিল, আগে আয়কর দেননি এ কারণে গত বছর চ্যান্সেলর থাকাকালীন তিনি এইচএমআরসিকে (ব্রিটিশ সরকারের ট্যাক্স বিভাগ) জরিমানা দিয়েছেন। জরিমানাসহ বহু মিলিয়ন ট্যাক্স বিরোধ নিষ্পত্তির এই খবর প্রচারের পরই চাপে ছিলেন তিনি।

বিতর্ক ওঠার পরপরই তাকে সরকার থেকে বহিষ্কারের দাবি জানিয়ে আসছিল বিরোধী পক্ষ। তবে তৎক্ষণাৎ পদচ্যুত না করে তদন্ত করেই তাকে পদ থেকে সরালেন সুনাক।

জাহাবির বিরুদ্ধে তদন্ত করেন সুনাকের নতুন নিযুক্ত নৈতিকতা উপদেষ্টা লরি ম্যাগনাস।

যদিও জাহাবি জানিয়েছেন, এইচএমআরসি রাজস্ব দেরিতে দেয়ার ঘটনাটিকে ‘অসচেতনতা ও ইচ্ছাকৃত নয়’ এমন ভুল বলে স্বীকার করেছে।

সুনাক সরকারে দপ্তরবিহীন মন্ত্রীর দায়িত্ব পালনের আগে ইরাকের কুর্দি বংশোদ্ভূত ৫৬ বছর বয়সী জাহাবি বরিস জনসনের সরকারে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার আগে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। মন্ত্রী ছিলেন লিজ ট্রাস ও থেরেসা মে সরকারেও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension