আন্তর্জাতিকনিসর্গ

জুলাই হতে পারে বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস

বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হতে পারে চলতি জুলাই। এটি শত শত বছরের রেকর্ড ভাঙতে পারে। নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট বৃহস্পতিবার (২০ জুলাই) এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (২১ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের জুলাই ‘হাজার বছরের মধ্যে না হলেও শত শত বছরের মধ্যে’ সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হবে বলে মন্তব্য করেছেন নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেন।

এএফপি বলছে, ইউরোপীয় ইউনিয়ন এবং মেইন ইউনিভার্সিটির পরিচালিত সরঞ্জামের হিসাব অনুসারে ইতোমধ্যেই এই গরম ও তাপপ্রবাহের দৈনিক রেকর্ডগুলো ভেঙে গেছে।

জলবায়ুবিদ গ্যাভিন শ্মিট বলেন, আমরা প্রায় সব জায়গায় সামগ্রিক উষ্ণতা দেখছি। বিশেষ করে মহাসাগরগুলোতে। আমরা অনেক মাস ধরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এমনকি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বাইরেও রেকর্ড-ব্রেকিং দেখছি।

তিনি বলেন, আমরা অনুমান করছি যে এটি অব্যাহত থাকবে। কারণ আমরা বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলো দিয়েই যাচ্ছি।

সংবাদমাধ্যম বলছে, এই প্রভাবগুলোর জন্য শুধুমাত্র এল নিনোর আবহাওয়ার ধরণকে দায়ী করা যায় না। এতে এল নিনো একটি ছোট ভূমিকা পালন করছে।

আশঙ্কা করা হচ্ছে, ২০২৩ সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হবে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে শ্মিট বলেছেন, এই সুযোগ ৫০-৫০ রয়েছে। যদিও তিনি বলেছিলেন যে, অন্যান্য বিজ্ঞানীরা এটিকে ৮০ শতাংশের বেশি রেখেছেন।

তিনি বলেন, আমরা আশঙ্কা করছি যে ২০২৪ আরও উষ্ণ বছর হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension