জেলেনস্কির সঙ্গে দেখা করতে যাচ্ছেন ট্রাম্প
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় বারবার সামলোচনা করলেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, স্থানীয় সময় শুক্রবার তিনি নিউইয়র্কে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।
কাতারভিক্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়াকে যুদ্ধে হারানোর ব্যাপারে ইউক্রেনের সক্ষমতা নিয়ে বারবার সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। এমনকি নির্বাচনী প্রচারাভিযানের সময়েও তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের সমালোচনা করেছেন। তবে সেসব উপেক্ষা এখন তিনি জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হয়েছেন।
মাত্র কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইনের ইউক্রেনকে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন এবং ইউক্রেনের প্রতি অকুণ্ঠ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরপরই জেলেনস্কির সঙ্গে দেখা করার ঘোষণা দিলেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মস্কোর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরে ইউক্রেনের প্রেসিডেন্ট অস্বীকৃতি জানানোয় ট্রাম্প তার সমালোচনা করার একদিন পরই সাক্ষাৎ করতে যাচ্ছেন।
ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্ক দীর্ঘদিন ধরেই খারাপ। বাইডেনের পরিবার সম্পর্কে তথ্য জানতে জেলেনস্কিকে চাপ দেওয়ার অভিযোগে ২০১৯ সালে ট্রাম্পকে অভিশংসন করা হয়েছিল।
এবার সেই তিক্ততা ভুলে জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন ট্রাম্প। যদিও গত বুধবার নর্থ ক্যারোলাইনা রাজ্যে এক নির্বাচনী প্রচারের সভায় তিনি জেলেনস্কির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন এক নেতাকে কোটি কোটি ডলার দিয়ে চলেছে, যিনি কোনো বোঝাপড়া করতে প্রস্তুত নন। তার মতে, বর্তমান পরিস্থিতির তুলনায় যেকোনো মূল্যে শান্তিচুক্তি করা অনেক ভালো।