প্রবাস

জ্যাকসন হাইটসে ফ্রেন্ড সোসাইটির বারবিকিউ পার্টি

জলি আহমেদ: নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ফ্রেন্ড সোসাইটির বারবিকিউ পার্টি হয়েছে। পার্টিতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। একই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


উপস্থিতরা বলেন, জ্যাকসন হাইটস বাঙালিদের একটি প্রাণের জায়গা। প্রায়ই এখানে সবাই আসেন। সবাই একসঙ্গে একটি মিলনমেলায় পরিণত হয়। এমন আয়োজন বাঙালিদের মাঝে ঐক্যবদ্ধতা সৃষ্টি করে।

পার্টিতে উপস্থিত ছিলেন ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট এবংবাংলাদেশ সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি বোর্ডের বর্তমানচেয়ারম্যান এম এ আজিজ। চিকিৎসক ডা. তৌহিদ শিবলী , কমিটির অ্যাক্টিভিস্ট ফাহাদ সোলাইমান, শাহ জে চৌধুরী, নূরুল আজিম, ব্যবসায়ী শাহ নেওয়াজ, ফখরুল ইসলাম দেলোয়ার, বিল্লাল চৌধুরী, ইসতিয়াক রুমি, মীর নিজামরুল হক, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী প্রমুখ।


এম আজিজ বলেন, এ ধরনের আয়োজন প্রশংসার দাবিদার। কারণ আমেরিকার মতো জায়গায় এমন আয়োজনগুলো আমাদের পরস্পরের মধ্যে ভাতৃবন্ধন ও একতা সৃষ্টি করে।


সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জেড আর চৌধুরী লিটু এবং পরিচালনা করেন মন্জুর মোশেদ, কাজল,মিয়া মোহাম্মদ দুলাল, খায়রুল খোকন প্রমুখ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension