
জ্যামাইকায় ‘হাসন জানের রাজা’ মঞ্চস্থ হচ্ছে ১ অক্টোবর
নিউ ইয়র্ক সংবাদদাতা: মরমী কবি ও বাউল শিল্পী হাসন রাজাকে নিয়ে লেখা গীতিনাট্য ‘হাসন জানের রাজা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। আসছে ১ অক্টোবর (রোববার) জ্যামাইকার পারফমিং আর্টস সেন্টারে মঞ্চস্থ ওয়াশিংটনের নাট্যদল ‘একতারা’।
গেল ৩০ আগস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে একতারার নাট্যদল আয়োজিত এক সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছে।
‘হাসন জানের রাজা’ নাটকটি রচনা করেছেন শাকুর মজিদ। নির্দেশনা দিয়েছেন শেখ মাওলা মিলন।
সংবাদ সম্মেলনে শেখ মাওলা মিলন বলেন, দুই ঘন্টার এই নাটকে মোট ৪২ জন অভিনয় করবেন। নিউ ইয়র্কে এই নাটকটি মঞ্চস্থ করতে সার্বিক ব্যবস্থাপনায় আছেন খায়রুল ভুঁইয়া পবন। বিশ ডলার থেকে একশ’ ডলার পর্যন্ত দর্শনীর বিনিময়ে দর্শকরা নাটকটি দেখতে পারবেন।
সংবাদ সম্মেলনে ‘হাসন জানের রাজা’ নাটকের স্লাইড শো দেখানো হয়। এছাড়া সাংবাদিক সম্মেলনের আগে হাসন জানের রাজা নাটকের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন মীর নিজামুল হক, শাহ্ জে. চৌধুরী,আব্দুর রহিম বাদশা ,আনিসুল কবীর জাসির, লুৎফর রহমান বাবু ,আশরাফ হোসেন,মহিউদ্দিন দেওয়ান। সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সদস্য শিব্বীর আহমেদ।