
টপচার্টের সেরা দশে ব্রিটিশ সঙ্গীতশিল্পীদের জয়জয়কার
২০২২ সালে যুক্তরাজ্যের সর্বাধিক বিক্রি হওয়া একক গানের তালিকায় জয়জয়কার ব্রিটিশ সঙ্গীতশিল্পীদের। বিগত ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো সেরা দশটি একক গানের তালিকার সবগুলোই ব্রিটিশ সঙ্গীতশিল্পীদের দখলে। হ্যারি স্টাইলস, এড শিরান এবং কেট বুশরা এবার তালিকা রেখেছেন নিজেদের দখলে।,
অফিসিয়াল চার্ট কোম্পানি ২০২২ সালের সর্বাধিক জনপ্রিয় অ্যালবামগুলোর পাশাপাশি বছরের সর্বাধিক বিক্রিত ভিনাইল এবং ক্যাসেট রিলিজগুলোর তালিকাও প্রকাশ করেছে৷ আন্তর্জাতিক গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর রিপোর্ট অনুসারে, অফিসিয়াল চার্টের ৫০ বছরেরও বেশি সময়কালের ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাজ্যে বছরের সেরা ১০টি এককের সবই ব্রিটিশ শিল্পীদের দখলে। প্রথমবারের মতো এমন আধিপত্য বিস্তার করল ব্রিটিশ সঙ্গীতশিল্পীরা। ‘এজ ইট ওয়াজ’ দিয়ে তালিকার শীর্ষে রয়েছেন হ্যারি স্টাইলস। দ্বিতীয় স্থানে এড শিরানের ‘ব্যাড হেবিটস’। শিরানের সঙ্গে যৌথভাবে গাওয়া ফায়ারবয় ডিএমএল এর ‘পেরু’ রয়েছে তৃতীয় স্থানে।,
এদিকে ২০২২ সালের সেরা অ্যালবামেও শীর্ষস্থানে রয়েছেন হ্যারি স্টাইলস। ‘হ্যারি’স হাউজ’ ছিল বছরের সবচেয়ে জনপ্রিয় ইউকে অ্যালবাম। দ্বিতীয় স্থানে রয়েছে শিরানের ‘ইকুয়েলস’। তৃতীয় স্থান দখলে রেখেছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। তার ‘মিডনাইটস’ রয়েছে তালিকার তিন নম্বরে।
সূত্র : বিবিসি নিউজ