খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইসিসির ভাবনায় বিকল্প ভেন্যু

শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের জের ধরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। পরে ড. ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে জোর দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে তারা।

সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ চেষ্টা করছেন দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজনের। কিন্তু বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে গভীর সংশয়ে পড়েছে আইসিসি। বাংলাদেশর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা। এর মধ্যে বিস্ফোরক একটা খবর দিলো ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ।

শুক্রবার এক প্রতিবেদনে তারা দাবি করেছে, মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হতে পারে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে বিশ্বকাপ শুরুর কথা বৈশ্বিক এই আসরের। ভারতকে এই টুর্নামেন্ট আয়োজনের অনুরোধ করেছিল আইসিসি। কিন্তু হতাশ হয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) তরফ থেকে জানানো হয়েছে, মেয়েদের বিশ্বকাপ আয়োজন করতে প্রস্তুত নয় তারা। মূলত ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশ্বকাপের ভেন্যু সরানোর ভাবনা ঢুকেছে আইসিসির মাথায়। সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তাদের কাছে পাঁচদিন সময় চেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত রাজি না হওয়ায় আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে আইসিসি। ভারত রাজি হয়নি কারণ, সেখানে এখন বৃষ্টির মৌসুম। তা ছাড়া আগামী বছর ওয়ানডে বিশ্বকাপের আয়োজক তারা। পরপর দুই বছর দুটি বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ নিতে আগ্রহ নয় ভারত।

আরব আমিরাতকে আইসিসি রাজি করাতে না পারলে বিশ্বকাপের বিকল্প আরেক দেশ হতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশের বাইরে আপাতত এই দুটি দেশকেই মেয়েদের বিশ্বকাপের সম্ভাব্য বিকল্প ভাবা হচ্ছে। তবে আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করা হলেও স্বাগতিক দেশের মর্যাদা পেতে পারে বাংলাদেশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension