ট্রাম্পের সাবেক আইনজীবীর ১৫ মলিয়ন ডলার জরিমানা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক আইনজীবী ও নিউ ইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানিকে মানহানির মামলায় প্রায় ১৫ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হচ্ছে। জর্জিয়া অঙ্গরাজ্যের দুই সাবেক নির্বাচনকর্মীর করা মামলায় ওয়াশিংটনের আদালত শুক্রবার রুডলফ জুলিয়ানিকে ১৪ মিলিয়ন ৮০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় নির্বাচনকর্মীর দায়িত্ব পালন করেন রুবি ফ্রিম্যান ও তার মেয়ে ওয়ান্ড্রিয়া মস। এই দুই কর্মী ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলেছিলেন জুলিয়ানি।
রুবি ও তাঁর মেয়ে মস দাবি করেছেন, জুলিয়ানির মিথ্যা অভিযোগের কারণে তাঁরা ক্রমাগত বর্ণবাদী ও যৌন হয়রানির হুমকির শিকার হয়েছেন। এমনকি ভয়ে রুবিকে বাড়িছাড়াও হতে হয়েছে। তাঁর মেয়ে মস বাড়ির বাইরেই বের হতেন না। শেষ পর্যন্ত মা-মেয়ে আদালতের দ্বারস্থ হন।
ওয়াশিংটনের আট সদস্যের ফেডারেল জুরি রায়ে বলেন, জুলিয়ানির মিথ্যা অভিযোগের কারণে রুবি ও মস মানহানি ও মানসিক চাপের ধকল সয়েছেন। এর শাস্তিস্বরূপ বিবাদীকে ১৪ কোটি ৮০ লাখ ডলার মা-মেয়েকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে।
জুলিয়ানি দাবি করেছেন, নির্বাচন নিয়ে তাঁর মন্তব্যের সঙ্গে ওই মা-মেয়েকে হুমকি দেওয়ার কোনো যোগসূত্র নেই। তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
জুলিয়ানির আইনজীবী জোসেফ সিবলি স্বীকার করেছেন, তাঁর মক্কেলের কারণে ওই দুই নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি জানান, জুলিয়ানি ভালো মানুষ। এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিলে তাঁর আর্থিক অবস্থা ‘শেষ’ হয়ে যাবে।
সূত্র: আল জাজিরা