জীবনশৈলীরূপ-লাবণ‌্য

ঠোঁটের লিপস্টিক নারী সম্পর্কে যা জানায়

এক গবেষণায় দেখা গেছে, যে নারীদের ব্যবহৃত লিপস্টিকের রঙের ওপর নির্ভর করে তাদের সম্পর্কে তাৎক্ষণিক কিছু তথ্য জানিয়ে দেয়। অনেকেই বলে থাকেন লাল উজ্জ্বল লিপস্টিক ব্যবহার করা নারীরা খুব বন্ধুত্বপূর্ণ হয়। তবে খুব কম নারীই চাকরির সাক্ষাৎকারে যেতে এই রঙটি ব্যবহার করেন।

মনোবিজ্ঞানী অ্যাঞ্জেলা রাইট জানান, ‘লাল মানুষের দৃষ্টি আকর্ষণ এবং মুগ্ধ করার ক্ষমতা রাখে, ফলে এ রঙটি আপনাকে সাক্ষাৎকারে কিংবা নতুন একটি সামাজিক পরিবেশ খুঁজে পেতে সহায়তা করতে পারে। তবে লাল রঙ যদি কালো পোশাকের বিপরীতে পরা হয় তবে এটি তখন সুতীব্র প্রতিযোগিতায় পড়ে যায়। একে তখন আগ্রাসি বলে মনে হতে পারে। আবার রঙের একত্রিকরণ সঠিক হলে, উজ্জ্বল রঙ, যেমন লাল উন্মুক্ত মানসিকতা ও বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রকাশ করে। এছাড়াও লাল রঙ হৃদকম্পনকে দ্রুততর ও শারীরিক শক্তিকে ত্বরান্বিত করে।’

এ গবেষণা আমাদের জানাচ্ছে, বিবর্ণ বা হালকা রঙ ব্যবহার করা নারীরা লাজুক হন। এই নারীদের অনেকেই স্বীকার করেছেন যে তারা কাজের প্রথম দিন কিংবা সঙ্গীর পরিবারের সঙ্গে পরিচয়ের দিনটিতে হালকা রঙ ব্যবহার করবেন। এছাড়াও যেসব নারীরা লিপস্টিকে গাঢ় রঙ ব্যবহার করেন তারাও বন্ধুত্বপূর্ণ হন বলে জানিয়েছেন গবেষকরা।

তারমানে নানা রঙের লিপস্টিক কেবলমাত্র সৌন্দর্য নয়, ব্যক্তিত্ব, মানসিকতা, স্বভাব ইত্যাদিও ফুটিয়ে তোলে। আসুন জেনে নেয়া যাক কোন্‌ স্বভাবের নারী কেমন রঙের লিপিস্টিক পছন্দ করেন।

১. গোলাপি
গোলাপি রঙের লিপস্টিক ব্যবহারকারী নারীরা কোমল ও যত্নশীল বলে পরিচিত। তারা সাধারণত চমৎকার, মিষ্টভাষী, নরম স্বভাবের হয়ে থাকেন। এবং কিছুটা সংবেদনশীলও। এরা বন্ধু হিসেবে অসাধারণ, তাদের ওপর নির্ভর করা যায়। করা যায় বিশ্বাস। তবে তাদের কোমলতা বা নমনীয়তাকে দুর্বলতা মনে করা একদমই ঠিক হবে না। কারণ অনেক দৃঢ়চেতা, সাহসী নারী গোলাপি রঙের লিপস্টিক পছন্দ করেন!


২. নুড

যারা এ ক্লাসিক কালারের লিপস্টিক পছন্দ করেন, আপনি বলতেই পারেন, তারা মনযোগ আকর্ষণের কেন্দ্রে থাকতে চান না। একদমই তাই, তারা কিছুটা লজ্জাবতী। আপনি যদি তাদের কাউকে জানতে চান, তাহলে মিষ্টি এবং মজার একজন মেয়েকে খুঁজে পাবেন। বন্ধুত্বের ক্ষেত্রে তারা সংখ্যার চেয়ে গুণগতমান এবং সত্যিকারের বন্ধুত্বকে প্রাধান্য দেন। যে কোনও কিছুর বিনিময়ে বন্ধু এবং পরিবারকে খুশি দেখতে চান। পোষা প্রাণী তাদের অনেক প্রিয়। এক্ষেত্রে কেউ কেউ বাসা-বাড়িতে কুকুর, বিড়ালের মত প্রাণী রাখতে পছন্দ করেন।


৩. পাম

তুলনাহীন এবং সাহসী নারীদের পাম কালারের লিপস্টিক পছন্দ। তাদের রুচিশীলতা প্রশংসা করার মতো, অনবদ্য। বিশেষ করে ফ্যাশনের ক্ষেত্রে। তাদের কাছে অনেকেই পরামর্শ নিতে যায়। তারা খুবই সামাজিক। তবে তার মানে এই নয় যে, তারা একান্তে সময় কাটাতে পছন্দ করেন না। সব ব্যস্ততার মাঝে নিজেদের জন্য সময় বের করে নেন। এক্ষেত্রে অন্যদের উচিৎ তাদের ব্যক্তিগত পছন্দের বিষয় খেয়াল রাখা।


৪. কোরাল

সৌখিন, হাসিখুশি, মজার এবং বহির্মুখী নারীরা উজ্জ্বল কোরাল কালারের লিপস্টিক ব্যবহার করে থাকেন। বন্ধু এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন তারা। তাদের কেউ আপনাকে ভালোবাসলে নিশ্চিতভাবে সব জায়গায় অনুসরণ করবে। সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করে, জীবনকে উপভোগ করতে চায় তারা। ঘরের বাইরের কর্মকাণ্ডে তারা ভীষণভাবে উৎসাহী। সবসময় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে চায়। বিশেষ করে যখন বাইরে বা প্রকৃতির কাছে যায় তারা।

৫. রেড
ক্লাসিক এবং আইকনিক নারীরা রেড কালারের লিপস্টিক ব্যবহার করতে স্বাচ্ছন্দবোধ করেন। তারা খুবই উচ্ছাবিলাসী, কারণ নিজেদের মূল্য সম্পর্কে জানেন তারা। অন্যদের চেয়ে বেশি ঝুঁকি নিতে পছন্দ করেন; তারা আত্মবিশ্বাসী, অতীতের দিকে ফিরে তাকান না। প্রত্যাশার বিষয়ে সবসময় সচেতন তারা। রেড কালারের লিপস্টিক পছন্দকারী নারীরা অত্যাধিক সামাজিকও হয়ে থাকে।

 

 

৬. পিচ
পিচ কালারের লিপস্টিক ব্যবহারকারীরা সাধারণত ভদ্র, উষ্ণ এবং আশাবাদী স্বভাবের। সবসময় হাসি-খুশিতে থাকার চেষ্টা করেন। ভেঙে পড়া মানুষকে উৎসাহ দিতে যেকোনো কিছু করতে পারেন। নিজেদের সফলতার জন্য পাশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেন না তারা। অন্যের প্রয়োজনে নিজেকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করেন না। তারা অন্যের প্রয়োজনে, দুঃখী মানুষের সেবায় কোনো দাতব্য কাজে অংশ নিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। মানুষ হিসেবেও অসাধারণ।

 

৭. পার্পল
শান্ত স্বভাবের, যৌক্তিক চিন্তার কারো কাছ থেকে পরামর্শ নিতে চান, যে সব নারী পার্পেল কালারের লিপস্টিক ব্যবহার করেন তাদের কাছে যেতে পারেন। তারা বাস্তব জীবনে নাটকবাজী পছন্দ করেন না। কৌশল এবং কূটনীতি ব্যবহার করে সব ধরনের সমস্যা সমাধান করতে চান। এমন কোনো সমস্যা নাই, যা সমাধানে তারা সহায়তা করতে চান না। বিশেষ করে বন্ধু বা পরিবার হলে তো কথাই নেই। এরকম দয়ালু এবং যারা মানুষের জীবনে সমস্যা তৈরি করেন না তারা সত্যিই অসাধারণ।

৮. ন্যাচারাল
বাস্তবাদী নারীদের পছন্দ ন্যাচারাল কালারের লিপস্টিক। তারা অত্যন্ত নির্ভরযোগ্য। নিজেদের আরামের বিষয়ে সচেতন। পারিপার্শ্বিকতা পরিবর্তনের বিষয়ে তারা সতর্ক থাকেন। সাধারণত তারা ব্যস্ত সময় পার করে। এ কারণে সাজগোজে সময় ব্যয় করা পছন্দ করেন না তারা। তার মানে এই নয়, যে তারা নিজেদের যত্ন নেন না। তারা যখন ব্যস্ত থাকেন বা দৌড়ের উপর থাকেন তখন ভালো মানের লিপবাম এবং মাঝে মাঝে চ্যাপস্টিক ব্যবহার করেন।

 

 

৯. মভ
রহস্যজনক নারীরা মভ কালারের লিপস্টিক পছন্দ করেন। তারা স্বপ্নচারী, সংস্কৃতিমনা এবং মানসিকভাবে শক্তিশালী। সাধারণত লক্ষ্য থেকে তাদের কেউ বিচ্যুত করতে পারে না। ক্ষমতা এবং দায়িত্বকে তারা কখনো ভয় পান না। কখনোই দায়িত্বকে অতিরিক্ত চাপ মনে করেন না। তাদের বন্ধুর সংখ্যা খুবই কম। তবে ভালো বন্ধু ঠিকই আছে। গোপনীয়তা নিজেদের কাছেই রাখেন। মানুষকে সম্পূর্ণভাবে অবাক করার মতো বিশেষ ক্ষমতা তাদের রয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension