গণমাধ্যমবাংলাদেশ

ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সা. সম্পাদক শ্যামল দত্ত

জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ জন নির্বাচিত হয়েছেন। আর বিএনপি-সমর্থিত প্যানেল থেকে জ্যেষ্ঠ সহসভাপতি পদসহ ৭ জন নির্বাচিত হয়েছেন। একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

সভাপতি পদে জয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। আর ৪৯৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন শ্যামল দত্ত। এই পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

অন্যদিকে জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেল থেকে হাসান হাফিজ বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা, যুগ্ম-সম্পাদক পদে আইয়ুব ভুইয়া ও মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সদস্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ফরিদ হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা ও কল্যাণ সাহা, বিএনপি সমর্থিত প্যানেলের কাজী রওনাক হোসেন, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, বখতিয়ার রানা, মোহাম্মদ মোমিন হোসেন ও সীমান্ত খোকন এবং স্বতন্ত্র প্রার্থী জুলহাস আলম নির্বাচিত হয়েছেন।

শনিবার দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনকে ঘিরে প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। সারাদিন উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের। নিজ নিজ প্রার্থীর পক্ষে প্রচারণাও চালান সাংবাদিকরা।

নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদে এবার ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়। এ দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়া বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension