
ভারত
তামিলানড়ুতে উৎসবে ভেঙে পড়লো ক্রেন, নিহত ৪
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুর একটি মন্দিরে উৎসব চলাকালে ভেঙে পড়েছে ক্রেন। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রোববার রাতে তামিলনাড়ুর দ্রৌপদী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দুর্ঘটনার সময় ক্রেনটিতে আটজন ছিলেন। সেখানে দেব-দেবীর মূর্তি ছিল। ওই আটজন পুণ্যার্থীদের কাছ থেকে দেব-দেবীর জন্য ফুল গ্রহণ করছিলেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভারসাম্য হারিয়ে ক্রেনটি ছিঁড়ে নিচে পড়ে যাচ্ছে। এ সময় আতঙ্কিত লোকজন ছোটাছুটি শুরু করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং তদন্ত চলছে। ক্রেনের অপারেটরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
স্থানীয় প্রশাসক ভাস্কর পান্ডিয়ান বলেন, ওই মন্দিরটি বেসরকারি। সেখানে ক্রেন ব্যবহারে অনুমতি বা সায় ছিল না।