প্রধান খবরযুক্তরাষ্ট্র

তিন ঘণ্টার নৈশভোজনের পর ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ বিল গেটস

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে যাত্রা শুরু করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে শপথ নেবেন তিনি। অভিষেকের আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে কাটিয়েছেন ঘনিষ্ঠ সময়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রধান সম্পাদক এমা টাকারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে কাটানো সময়ের স্মৃতিচারণা করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস।

নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন গেটস। তিন ঘণ্টা ধরে চলে এই নৈশভোজ। গেটস স্মৃতিচারণা করে বলেন, ‘প্রায় দুই সপ্তাহ আগে তাঁর সঙ্গে বেশ দীর্ঘ ও আকর্ষণীয় নৈশভোজের সুযোগ হয়েছিল। পুরো সময়টা “কৌতূহলপূর্ণ” এবং “মুগ্ধতায়” কেটেছিল।’

ট্রাম্পের সঙ্গে এইচআইভি, পোলিও ও কোভিড-১৯ মহামারির মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ নানা বিষয়ে বিস্তৃত পরিসরে আলোচনা হয় বলে জানান বিল গেটস। তিনি বলেন, ‘আমরা এইচআইভি সম্পর্কে অনেক কথা বলেছি। গেটস ফাউন্ডেশন এর চিকিৎসা নিয়ে কাজ করছে। আমরা এখন প্রাথমিক পর্যায়ে আছি।’

এই ধনকুবের বলেন, ‘আমি অনুভব করেছি, তিনি বেশ উদ্যমী এবং উদ্ভাবনকে এগিয়ে নিতে উন্মুখ। আমার উত্থাপিত বিষয়গুলোতে তাঁর আগ্রহের মাত্রা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম।’

ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে কোভিড-১৯ মহামারির সময় দ্রুত টিকা তৈরির প্রক্রিয়া এবং এইচআইভি গবেষণায় একই ধরনের অগ্রগতির সম্ভাবনার মধ্যে মিল তুলে ধরেছিলেন বলে জানান গেটস। তিনি বলেন, ‘কোভিডের সময়ের মতো এইচআইভির টিকা উদ্ভাবনও দ্রুতগতিতে করা সম্ভব কি না—এ নিয়ে আলোচনা করেছিলাম আমরা।’

পোলিও নির্মূলের চলমান লড়াই নিয়েও আলোচনা করেন তাঁরা। গেটস বলেন, ‘পোলিও নিয়ে আমার প্রতিষ্ঠান কাজ করছে। আমরা পোলিও নির্মূলের লক্ষ্য অর্জনের শেষ পর্যায়ে চলে এসেছি। কিন্তু এখন যদি থেমে যাই, তাহলে এটি আবার ছড়িয়ে পড়বে। তিনি খুব মনোযোগ দিয়ে আমাদের পরিকল্পনা শোনেন।’ আগামী চার বছরের মধ্যে এই অসাধারণ সাফল্য অর্জন করা সম্ভব কি না জানতে চেয়েছিলেন ট্রাম্প।

ফ্লোরিডার ট্রাম্পের প্রাসাদসম মার-এ-লাগোতে এ নৈশভোজ আয়োজিত হয়েছিল। ২০১৬ সালে প্রথম মেয়াদের প্রেসিডেন্ট হওয়ার আগেও বিল গেটস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন।

অভিষেকের আগে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, মেটাপ্রধান মার্ক জাকারবার্গসহ আরও অনেকের সঙ্গে নৈশভোজে বসেছিলেন ট্রাম্প।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension