তীব্র শীতে আফগানিস্তানে জনজীবন বিপর্যস্ত, ১৫ দিনে ১২৪ মৃত্যু

আফগানিস্তানে তীব্র শীতে গত ১৫ দিনে অন্তত ১২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।

দেশটিতে শীতকাল এমনিতেই ভয়াবহ। গত এক দশকের মধ্যে এবার সেখানে জনজীবন সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতি বেড়েছে গবাদি পশুরও। প্রায় ৭০ হাজার গবাদি পশু মারা যাওয়ার খবর দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

বিবিসি বলছে, বেসরকারি সংস্থায় নারীদের কাজে তালেবানের নিষেধাজ্ঞা আরোপের পর আফগানিস্তানে কার্যক্রম বন্ধ করে দিয়েছে অনেক দাতা সংস্থা। মানুষ মারা গেলেও সে নিষেধাজ্ঞা প্রশ্নে তালেবান অটল।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা মোহাম্মদ আব্বাস আখুন্দ বিবিসিকে বলেন, তীব্র তুষারপাতে আফগানিস্তানের অনেক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেছে। সাহায্যের জন্য সামরিক হেলিকপ্টার পাঠানো হলেও পাহাড়ি অঞ্চলে নামতে পারছে না।

আবহাওয়া পূর্বাভাসে আগামী ১০ দিনে তাপমাত্রা উষ্ম হওয়ার বার্তা আছে বলে জানান আখুন্দ। তবে মানুষ ও গবাদি পশুমৃত্যু নিয়ে তিনি খুব চিন্তিত। বলেন, ‘ঠাণ্ডায় মারা যাওয়া মানুষের বেশির ভাগ হয় রাখাল, নয়তো গ্রামের বাসিন্দা। স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ ছিল না তাদের।’

আখুন্দ আরও বলেন, ‘যারা এখনও পাহাড়ি অঞ্চলে আছেন, তাদের নিয়ে আমি বেশি চিন্তিত। তুষারপাতে বেশির ভাগ পাহাড়ি রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। পথে গাড়ি আটকে শীতল তাপমাত্রায় যাত্রীর মৃত্যু হয়েছে।’

মানুষের মৃত্যু হলেও নারীদের কাজে নিষেধাজ্ঞা তুলে নেবে না তালেবান। আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের ইসলামী সংস্কৃতি মেনে নিতে হবে বলে জানান আখুন্দ। বিবিসিকে বলেন, ‘উদ্ধারকাজে পুরুষরা আমাদের সঙ্গে কাজ করছে। নারীদের সেখানে প্রয়োজন নেই।’

Exit mobile version