
তুরস্ক আমেরিকা-ইউরোপের জন্য পাল্টা সতর্কতা জারি করল
পশ্চিমারা সন্ত্রাসী হামলার আশঙ্কায় তুরস্কে স্ব স্ব দেশের নাগরিকদের সতর্ক করার পর আঙ্কারাও আমেরিকা ও ইউরোপে থাকা তাদের নাগরিকদের চলাচলে সতর্ক করেছে।
শনিবার তুরস্ক তার নাগরিকদের ‘সম্ভাব্য ইসলামোফোবিক, জেনোফোবিক ও বর্ণবাদী হামলার’ বিরুদ্ধে এ সতর্কবার্তা জারি করে। খবর রয়টার্সের।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলিতে তার নাগরিকদের বলেছে, ‘কোনোরকম জেনোফোবিক, বর্ণবাদী হয়রানি কিংবা আক্রমণাত্মক পরিস্থিতি তৈরি হলেও তার যেন শান্তভাবে থাকে। কোনো এলাকায় বিক্ষোভ তীব্র হলে সেগুলি থেকেও দূরে থাকতে হবে।’
তুর্কি মন্ত্রণালয়টি বলছে, ইউরোপে সাম্প্রতিক ইসলামবিরোধী এবং বর্ণবাদী কার্যকলাপ ধর্মীয় অসহিষ্ণুতা ও ঘৃণার মাত্রা বাড়িয়েছে। এ অবস্থায় সবাইকে সতর্ক থাকতে হবে।
এর আগে শুক্রবার আঙ্কারায় যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইতালিসহ বেশ কয়েকটি দূতাবাস তাদের তুরস্কে অবস্থানরত নাগরিকদের সন্ত্রাসী হামলার আশঙ্কার জানিয়ে চলাচলে সতর্কতা জারি করে।
ইউরোপে সাম্প্রতিক কোরআন পোড়ানোর ঘটনার পরই এসব সতর্কতা জারি করা হয়। শনিবার সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও তুরস্কে তার নাগরিকদের ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে।
একজন উগ্রপন্থী অভিবাসীবিরোধী রাজনীতিক গত সপ্তাহে স্টকহোমে তুরস্ক দূতাবাসের কাছে একটি বিক্ষোভ চলাকালে কোরআন পোড়ান। এ নিয়ে তুরস্ক এবং সুইডেনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে নেদারল্যান্ডস এবং ডেনমার্কেও কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এ ঘটনার তীব্র নিন্দা জানায় তুরস্কসহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ।