রাজীব হাসান
হৃদয়ের মাঝে কেনো তোমায় পাই না
যেখানে যাই তোমাকে পেতে পেতে হারিয়ে ফেলি
কুয়াশার মতো ঢেকে যায় আমার চারিপাশ
তারপর কোথাও তোমার দেখা পাই না।
তুমি স্বপ্নের মতো আমার সমস্তটা জুড়ে থাকো
বাস্তবে হাত বাড়িয়ে দিলে ছুঁতে পারি না
তোমাকে ছোয়ার জন্য যখনই হাত বাড়িয়ে দেই সামনে
তোমার ছবিটা আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসে
তবুও তোমাকে আর ছুঁতে পারি না।
তোমাকে ছুঁতে চাওয়ার আক্ষেপ নিয়ে
দিন থেকে মাস,মাস থেকে বছর এভাবে কাটিয়ে দিয়েছি
কয়েকটা যুগ
ভেতরের অচিন পাখিটা ডানা ঝাপটায় রোজ
তোমার ছোয়া পেয়ে নিজেকে শান্ত করার আশায়
তবুও তুমি স্বপ্নে এলোও বাস্তবে ছুঁতে পারি না।