
তোমাকে ভালোবাসি,
ভালোবাসি তোমার সমস্ত নিখুঁত খুঁত!
হ্যাঁ,আমি ভালোবাসি
কপোলের ঐ লালচে ব্রণ, নেত্রতলীর কালচে দাগ
প্রশস্ত ললাটের কুঁচকানো ভাজ,
জটপাকানো কাঁচাপাকা চুল
ভালোবাসি তোমার ভুল, তোমার দোষ
অবুঝের ন্যায় বাচ্চামি,বেহায়াময় হ্যাঙলামি।
ভালোবাসি চিবুকের ঐ কালচে তিল
রসকষহীন ঐ ফোকলা হাসি
সস্তা নাকের নথ, হাতের বালা
রংজ্বলা মোটা সুতার শাড়ির ভাজ
ভালোবাসি তোমার কদর্য, বিমূর্ত শৌর্য
দারিদ্রের সেই রোজ কষাঘাত।
ভালোবাসি মানে
অপূর্ণ তোমায় পূর্ণতায় রোজ আমি গড়ি
তোমাকে ভালোবাসি মানে
সৌন্দর্য নয়, বরং তুমি’ই আমার হওয়া জরুরি।