আন্তর্জাতিকএশিয়া

থমথমে ইসলামাবাদ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেখানকার প্রশাসন। ইতোমধ্যে ইসলামাবাদের দিকে আসা একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আজ জনসভা রয়েছে রাজধানীর সাংজানিতে। আর এনিয়েই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইতোমধ্যে পুলিশকে তাদের সরঞ্জাম নিয়ে অবস্থান করতে বলা হয়েছে। সেইসঙ্গে তারা দায়িত্ব পালনকালে যেন মোবাইল ব্যবহার না করে সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এরইমধ্যে সাংজানির কাছ থেকে একটি সন্দেহজনক ব্যাগ উদ্ধার করেছে। সেই ব্যাগে একটি হ্যান্ড গ্রেনেড, ইলেক্ট্রিক তার, এবং অন্যান্য বিস্ফোরক বস্তু উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয় দল অবস্থান করছে এবং তদন্ত চলছে। জনসভার স্থানে এবং পুরো রাজধানীজুড়ে বিপুল পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এসবের মধ্যে পুলিশ, রেঞ্জার্স, আধা-সামরিক বাহিনী আছে।

কর্মকর্তারা দ্য নিউজকে বলেছেন, পিটিআই-এর জনসভা থেকে যেকোনো সহিংসতা মোকাবিলা করতে সশস্ত্র বাহিনী সতর্ক আছে। পিটিআই’র এই জনসভা পূর্বে হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজকের দিন নির্ধারিত করা হয়।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান বলেছেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনা অনুযায়ী এই জনসমাবেশ ৮ সেপ্টেম্বর হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে কনটেইনার রাখা হয়েছে। রেড জোনের দিকে যাওয়া সকল রাস্তা কন্টেইনার দিয়ে সিল করে রাখা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension