
দিল্লিতে ৩ ডিগ্রি সেলসিয়াস, কলকাতায়ও মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড
দিল্লিতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি)। পশ্চিমবঙ্গের শহর কলকাতাও আজ দেখছে মৌসুমের সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, প্রচণ্ড ঠাণ্ডায় ছয় ঘণ্টা পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে দিল্লি থেকে বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ট্রেন। দিল্লি ও আশপাশের এলাকায় গত মঙ্গলবার তাপমাত্রা ছিল সর্বনিম্ন ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, গতকাল নেমে আসে ৪ ডিগ্রিতে। আজ আরো এক ডিগ্রি কমে পৌঁছেছে ৩ ডিগ্রিতে। নয়াদিল্লির আয়ানগর এলাকায় সর্বনিম্ন ২.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাও রেকর্ড হয়েছে। কাংড়া এলাকায় আজ সর্বনিম্নের কাছাকাছি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ২ ডিগ্রি।
এদিকে আনন্দবাজারের খবরে বলা হয়েছে, আজ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ভেঙেছে কলকাতার এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার। গত বছর শহরটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাও প্রচণ্ড শীতে কাবু। দার্জিলিংসহ আশপাশের এলাকা এরই মধ্যে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা অনুভব করতে শুরু করেছে। আজ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রি সেলসিয়াস।