রওনক বিনতে মুনীব প্রীতি
যে পাখি আকাশ ছুঁতে চায় উড়ে উড়ে
মিশে যেতে চায় নীলের সাথে;
পালকগুলো মেঘে ভিজে ভারি হয়ে ওঠে
আকাশের স্বাদ বুক জুড়ে থাকে।
করুণ চাহনিতে মায়ার মাদক ভেসে আসে
ক্লান্ত আবেশ চোখের পাতা যায় ছেয়ে;
দীর্ঘশ্বাস মিশে গিয়ে রৌদ্রের গন্ধে ভেসে
নতুন করে ডানা মেলে নতুন গতি নিয়ে!
স্বপ্ন ভাঙা শব্দের গহীনে ডুবে যায় সব
না-পাওয়া বেদনা অন্ধকারেই ঝরে পড়ে
আঁধার মানিক জ্বলে তবুও নিশাচর সব
দুঃখগুলো সঙ্গী হয় সারা জনম ভরে।