আল মামুন রিটন
কখনও কখনও মৃত্যুকেও খেলনা মনে হয়
মনে হয় টেবিলের ওপর পা তুলে বসে
ভীতু মেঘেদের এলোমেলো কুচকাওয়াজ দেখি
মনে হয় দেখি নদীর ঢেউ আর নারীর চোখ
দেখি তাল-লয়হীন বাদর প্রজাতির নাচন
দেখতে ইচ্ছে করে মৃত্যুদূতের লালচে গাল
কীভাবে আমাকে দেখে আতংকিত হয়ে ওঠে।
সূর্যের সাথেও একটা টক্কর নেওয়া যেতে পারে
যার অসীমতার দাম্ভিক আশ্রয়ে-প্রশ্রয়ে
মৃত্যুর মতো গোপন দূত অংক কষে ইচ্ছে মতো
মনে হয় তারও ঘাড় ধরে টেবিলের নিচে রাখি
দু-পায়ে পিষতে থাকি তার মরণ খেলার ইস্তেহার।