
শাহানাজ শিউলী
নক্ষত্রের অলিন্দে চৈত্রের পদধ্বনি
ঝলসে গেছে চেতনার শিকড়
স্বপ্নদ্রষ্টা তারুণ্যের চোখে আঁধারের হাতছানি
মানবিকতার সূত্র উড়ে দুরন্ত
অশ্বারোহীর ক্ষুরে।
আহত সবুজেরা গিলে খায় কোঁকড়ানো হলুদ পাতা
নক্ষত্ররা দিকভ্রষ্ট জ্যৈষ্ঠের দাবদাহে।
খসে খসে পড়ে নক্ষত্রের প্রভা ধূলার আস্তরণে।