
মাখদুম সামী কল্লোল: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করেছে কবি নজরুল ইনস্টিটিউট। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে তার অসামান্য অবদানের জন্য অগ্রগামী হিসেবে বিবেচনা করা হয়।
আজ ২৮ আগস্ট (সোমবার) কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে মহান কবির ৪৭তম মৃত্যুবার্ষিকী পালন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। যদিও অনিবার্য কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন নি।
বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ খলিল আহমদ, সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আনাম শাকিল ও খিলখিল কাজী।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এম এ খলিল আহমদ বলেন, বঙ্গবন্ধুর নামটি আমরা একুশ বছর উচ্চারণ করতে পারি নি। কিন্তু বঙ্গবন্ধু আসলে কি ছিলেন সেটি একুশ বছর পর থেকে এখন পর্যন্ত আমরা জানছি। নজরুল ইসলামকে আমরা ভিন্নমাত্রায় নিয়ে যাব, তার সকল রচনা ইংরেজিতে অনুবাদ করব, সে কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কেননা ইংরেজিতে অনুবাদ করলে অন্য ভাষাভাষীর মানুষদের ইংরেজি থেকে অনুবাদ করাটা সহজ হবে। যেমন কিছু ইসলামি গান আরবিতে অনুবাদ করলে মধ্যপ্রাচ্যে কবি নজরুল জনপ্রিয়তা পাবেন।
সাবেক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বলেন, কবি নজরুল ইসলাম শুধু কবি ছিলেন না তিনি একই সঙ্গে ছিলেন একজন বীর যোদ্ধা এবং দার্শনিক।
তিনি বিখ্যাত মনীষী স্কটিশ দার্শনিক, প্রাবন্ধিক, কার্লাইলের উদ্ধৃতি দিয়ে বলেন, একটি জাতি যখন দুঃখ-কষ্টে নিমজ্জিত হয় তখন তা থেকে উত্তরণের জন্য বীরের প্রয়োজন হয়। কাজী নজরুল ইসলাম আমাদের সেই বীর। তিনি জাতীয় বীর।
আলোচক বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা ‘নজরুল-সাহিত্যে শোকের অনুভব’ শীর্ষক আলোচনায় বলেন, নজরুল কোনো জমিদার নন, কোনো রাজ বংশধর তিনি নন, তিনি গ্রাম বাংলার মাটি থেকে উঠে আসা মানুষ। কাজী নজরুলের ছায়া আছে সর্বত্র। তিনি বলেন, নজরুলের পরম্পরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কাজী নজরুলও বঙ্গবন্ধু পরম্পরায় ভবিষ্যতের মানুষ গড়েন। কাজেই বঙ্গবন্ধুকে যারা আঘাত করেছে তারা কাজী নজরুল ইসলামকে আঘাত করেছে কারণ কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির কথা বলেছেন আর বঙ্গবন্ধু তা রূপায়ণ করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব মো. রায়হান কাওছার।