
নতুন বছরে বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন পুতিন
ইউক্রেনের কর্মকর্তারা সতর্কতা দিয়ে জানান, নতুন বছরে নতুন করে বড় করে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষামন্ত্রী অলেক্সি রেজনিকভ বলেছেন, ফেব্রুয়ারিতে এ ধরনের হামলা চালানো হতে পারে। খবর বিবিসির।
তবে অন্য সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, জানুয়ারিতেই বড় ধরনের হামলার ঘটনা ঘটতে পারে। জাতিসংঘ জানিয়েছে, রুশ সেনারা শত শত ইউক্রেনীয় বেসামরিক মানুষকে হত্যা করেছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক জানান, এমন লোককেও বিচার ছাড়াই হত্যা করা হয়েছে, যারা স্পষ্টতই কোনো হুমকির কারণ ছিল না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাদের হাতও উপরের দিকে উঠানো ছিল।
জাতিসংঘের হিউম্যান রাইট্স কাউন্সিলে উপস্থিত করা রিপোর্টে ৪০০ এরও বেশি এ রকম ঘটনা তুলে ধরা হয়েছে। সম্প্রতি রুশ দখলমুক্ত হওয়া ইউক্রেনীয় শহর খেরসনে গোলাবর্ষণের সময় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া রুশ দখলে থাকা দোনেৎস্ক শহরে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।