সম্প্রতি বাংলা একাডেমী থেকে জাতির জনক বঙ্গবন্ধুর জীবনভিত্তিক লেখা নাটক সমুহের ওপর ‘নাট্যকলায় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি গবেষনাগ্রন্থ প্রকাশিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিষয়ের অধ্যাপক ড. রুবেল আনসারের লেখা ‘নাট্যকলায় বঙ্গবন্ধু’ গ্রন্থে নিউইয়র্ক প্রবাসী নাট্যকার খান শওকতের লেখা বঙ্গবন্ধু বিষয়ক নাটকসমুহ নিয়ে প্রশংসনীয় লেখা বের হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম শতবার্ষিকী গ্রন্থমেলা উপলক্ষে ২০২১-২২ অর্থবছররের বাজেটে সারা দেশ থেকে পান্ডুলিপি বাছাই করে বাংলা একাডেমির পক্ষ থেকে একশ’ গবেষনা গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়। একশ’ গ্রন্থের ৫১ নম্বর প্রকাশনা এটি। বইটির মোট পৃষ্ঠা সংখ্যা ১৬৮, তার মধ্যে খান শওকতের লেখা তুলে ধরা হয়েছে ১৭টি পৃষ্ঠা ব্যাপী। এটি একটি গবেষনা গ্রন্থ। প্রকাশক হিসেবে রয়েছেন বাংলা একাডেমির গবেষনা সংকলন এবং অভিধান ও বিশ্বকোষ বিভাগের পরিচালক মোবারক হোসেন। প্রচ্ছ্বদ অংকন করেছেন তারিক সুজাত। প্রকাশকাল মার্চ-২০২২, মূল্য ১৮০ টাকা।