খেলাবাংলাদেশ

নারী সাফ জয়ী দলকে ৫০ হাজার টাকা সম্মানীদেওয়ার ঘোষণা সাউথইস্ট ব্যাংকের

অনূর্ধ্ব ১৯ নারী সাফ জয়ী দলের সদস্যদের ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি মাসে সম্মানী দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের বেসরকারি সাউথইস্ট ব্যাংক।

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ব্যাংকটির চেয়ারম্যান আলমগীর কবির এ সম্মানী দিতে প্রধানমন্ত্রীর অনুমতি প্রার্থনা করেছেন।

ব্যাংকটির সূত্র জানায়, দেশের এই গৌরব অর্জনে ব্যাংকটি জয়ীদের সংবর্ধনা ও আর্থিক সম্মান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলকে উৎসাহ ও সামনে আরও ভালো খেলে দেশকে এগিয়ে নিতে সন্মানীর এ অর্থ প্রধানমন্ত্রীকে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে।

সম্মানী হিসেবে দলের প্রত্যেক খেলোয়াড়কে আগামী দুই বছর প্রতি মাসে ৫০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে তার উপস্থিতিতে সম্মানী এই টাকা হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, দেশের ফুটবলে নতুন ইতিহাস লিখেছে নারী দল। স্বাগতিক নেপালকে কাঁদিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের শিরোপা জিতে নিয়েছে সাবিনা খাতুনের দল। সোমবার বিকেলে নেপালের দশরথ স্টেডিয়ামে নেপালকে ৩-১ গোলে বিধ্বস্ত করে তারা এই গৌরব অর্জন করে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension