
নিউ ইয়র্কে আজকাল পত্রিকার কর্তৃপক্ষকে নড়াইলবাসীর অভিনন্দন
উত্তর আমেরিকার বাংলাদেশী অভিবাসীরা বর্তমান আজকাল পত্রিকার প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে পত্রিকার স্বত্বাধিকারী শাহনেওয়াজ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজকাল পত্রিকার পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ মে দুপুরে অভিবাসীরা আজকাল পত্রিকার অফিসে এসে পরিচিতি মূলক মতবিনিময় করেন।
অভিবাসীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা কবি ও গবেষক সৈয়দ হাসমত আলী জানান, আজকাল পত্রিকা ইউএসএ তথা নিউ ইয়র্কে দীর্ঘদিনের বহুল প্রচলিত ঐতিহ্যবাহী একটা বাংলা সংবাদমাধ্যম। পত্রিকাটির বর্তমান স্বত্বাধিকারী বাংলাদেশের নড়াইল জেলার অধিবাসী ও নিউ ইয়র্কের সমাজসেবক ও ব্যবসায়ী শাহনেওয়াজ হোসেন। পারিবারিক ঐতিহ্যের সূত্র ধরে তিনি আজকাল পত্রিকার দায়িত্ব গ্রহণ করেছেন। সেকারণে নড়াইলবাসী আনন্দিত এবং গর্বিত।
হাসমত আলী আরও বলেন, আমেরিকায় অভিবাসী নড়াইল অঞ্চলের মুক্তিযোদ্ধা, লেখক, সাংবাদিক, রাজনীতিবিদ, সমাজসেবকসহ বিভিন্ন পেশাজীবী দলমত নির্বিশেষে উপস্থিত হয়ে শাহনেওয়াজ হোসেনকে অভিনন্দন জানান।
অভিনন্দন শেষে মতবিনিময় করেন, কামরুল আলম হীরা, এস এম মিজানুর রহমান, এম ডি সাইফুল ইসলাম দিদার, এ কে এম আজম (মামুন), বিপ্লব হোসেন, গোলাম মোর্শেদ, গোলাম মস্তফা, মোঃ ফজলুল হক, আশিকুর রহমান, সৈয়দ আশিক আলী প্রমুখ।