নিউ ইয়র্ক পুলিশ কমিশনারের বাড়িতে অভিযান
যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) কমিশনার এডওয়ার্ড কাবানের বাড়িতে অভিযান চালিয়েছে ফেডারেল কর্তৃপক্ষ। পুলিশ কমিশনার ছাড়াও আরও কয়েকজন কর্মকর্তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব অভিযান চালানো হয়।
এনওয়াইপিডির বিবৃতির বরাতে বিবিসি জানিয়েছে, নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিসের সদস্যদের নিয়ে এ তদন্ত সম্পর্কে মন্ত্রণালয় অবগত। তবে অভিযানের বিষয়ে কেউ তথ্য না দেওয়ায় বিস্তারিত কারণ জানানো হয়নি।
বিবিসির যুক্তরাষ্ট্র অংশীদার সিবিএস নিউজকে এক সূত্র জানিয়েছে, অভিযানে এনওয়াইপিডি কর্মকর্তাদের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে তদন্ত করছে। নিউইয়র্কের পুলিশ কমিশনার এডওয়ার্ড ক্যাবানের বাড়ি ছাড়াও মেয়র এরিক অ্যাডামসের নিযুক্ত নিউইয়র্কের অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারাও, যারা দুর্নীতির তদন্তের মুখোমুখি হয়েছেন তাদের বাড়িতে অভিযান চালানো হয়েছে।
এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন নিউইয়র্কের ফার্স্ট ডেপুটি মেয়র শিনা রাইট এবং ডেপুটি মেয়র ফর পাবলিক সেফটি ফিলিপ ব্যাঙ্কস। বৃহস্পতিবার তল্লাশি চালানোর সময় রাইট ও ব্যাঙ্কসের বাড়ি থেকে মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানা গেছে।২০২৩ সাল থেকে এনওয়াইপিডির নেতৃত্ব দিয়ে আসছেন কাবান। তিনি শহরের প্রথম ল্যাটিনো পুলিশ কমিশনার এবং মেয়র অ্যাডামসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।