নিউ ইয়র্কের মেয়র অ্যাডামস দুর্নীতির অভিযোগ বিচারের মুখোমুখি
ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় সময় বুধবার তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আদালতে অভিযোগ আনা হয়।
তিন বছর আগে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়ে নিউইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছিলেন ৬৪ বছরের অ্যাডামস। কিন্তু তিনি ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একটি চক্র একাধিক ফেডারেল দুর্নীতির অভিযোগের অংশ হিসেবে তদন্তের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় তুরস্কের কাছ থেকে অবৈধ অনুদান নেওয়ার অভিযোগও রয়েছে। খবর বিবিসির।
মেয়র থাকা অবস্থায় বিচারের মুখোমুখি হওয়া নিউইয়র্কের ইতিহাসে প্রথম মেয়র অ্যাডামস। এ অবস্থায় অনেকে তাঁর পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছেন। তবে পদত্যাগের কথা অস্বীকার করেছেন এ মেয়র। বুধবার তিনি এক ভিডিওতে এ নিয়ে কথা বলেন।
তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং মেয়র পদে দায়িত্ব পালন করে যাবেন। তিনি নিউইয়র্কের বাসিন্দাদের কাছে দোয়া চান এবং ধৈর্য ধারণ করতে বলেন।
তিনি বলেন, তিনি এ ‘অন্যায়ের’ বিরুদ্ধে সর্বশক্তি ও স্বতঃস্ফূর্তভাবে লড়াই চালিয়ে যাবেন। নিজেকে নির্দোষ দাবি করে তিনি পদত্যাগের কথাও অস্বীকার করেন।