
বাংলাদেশী লেখক মজিদ মাহমুদের ইংরেজি উপন্যাস ‘মেমোরিয়াল ক্লাব’ নিউ ইয়র্কের গাউডি বয় থেকে প্রকাশিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১১ জানুয়ারি এক অনলাইন প্রকাশনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বইটি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন স্টেট্, অস্ট্রেলিয়া, কানাডা, বাংলাদেশ সহ বিভিন্ন স্থান থেকে লেখক, বইপ্রেমীরা যুক্ত হন।
অনুষ্ঠানে যুক্ত হওয়া লেখক পাঠকেরা বলেন, এই বই প্রকাশ দেশের জন্য গর্বের। এর মাঘ্যমে ভিনদেশি মানুষ বাংলাদেশ সম্পর্কে জানতে পারবে এবং একই সাথে বিদেশে জন্ম নেয়া বা অবস্থান করা বাংলাদেশী তরুণ প্রজন্ম ও শেকড়ের সাথে পরিচিত হতে পারবে।
এ উপন্যাস পাঠককে পরিচয় করিয়ে দেবে বাংলাদেশ এর সমাজ, জীবন যাত্রা, গ্রামবাংলার প্রকৃতি ও শহরের রাজনীতির সাথে। একই সাথে অত্যন্ত জমজমাট কাহিনীর গাঁথুনির মধ্যে উঠে আসে এদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এমনকি রবীন্দ্র-নজরুলও। বইটি আমাজন সহ আরো কিছু অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে মাত্র ১৯ ডলার এ।