
নিউ ইয়র্কে শহীদ বুদ্ধিজীবী দিবসে জন্মভিটা সংরক্ষণের দাবি
নিউইয়র্ক সংবাদদাতা: নিউ ইয়র্কে সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা ১৩ ডিসেম্বর রাতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।
১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে আলোক প্রজ্জ্বলন এবং আলোক শোকযাত্রার মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নিহত দেশের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়।
এর আগে রাত ৮টা থেকে মধ্যরাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটস এলাকায় জুইস সেন্টার মিলনায়তনে মুক্ত চিত্রাংকনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
জুইস সেন্টার প্রাঙ্গণে এ শহরের চিত্র ও কারুশিল্পীরা ছবি আঁকায় অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে পারম্ভিক বক্তব্য রাখেন সম্মিতিল সাংকৃতিক জোট, উত্তর আমেরিকা’র আহবায়ক মিথুন আহমেদ।
ছবি আঁকার পর মিলনায়তনে কবিতা আবৃত্তি, যুদ্ধদিনের কথা শিরোনামে একাত্তরের স্মৃতিচারণ, পাঠাভিনয়, স্বরচিত কবিতা পাঠ এবং সঙ্গীত পরিবেশিত হয়।
একাত্তরের শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধারা যুদ্ধদিনের স্মৃতিচারণ করেন।
সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী এবং কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানসহ আরো কয়েকজন কণ্ঠশিল্পী।