
নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক ও সিঙ্গাপুর। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়বহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিশ্বের ১৭২টি শহরের মধ্যে ইআইইউর জরিপ চালানো হয়। এই তালিকায় এবারই প্রথম শীর্ষস্থান দখল করল নিউইয়র্ক। গত বছর ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে থাকা তেল আবিব এবার তৃতীয় স্থানে ঠাঁই পেয়েছে।
সামগ্রিকভাবে বিশ্বের বৃহত্তম শহরগুলোতে জীবনযাত্রার গড় খরচ এই বছর ৮ দশমিক ১ শতাংশ বেড়েছে বলে ইআইইউর জরিপ প্রতিবেদনে বলা হয়েছে। ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারি সরবরাহ শৃঙ্খলের ওপর চাপ ফেলায় জীবনযাত্রার গড় খরচ বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। এ বছর ইস্তাম্বুলে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি বেড়েছে। তুরস্কের এই শহরে পণ্যের দাম বেড়েছে ৮৬ শতাংশ। মূল্যস্ফীতি বৃদ্ধির তালিকায় এর পরই আছে আর্জেন্টিনার বুয়েনস এইরেস ও ইরানের তেহরান। শহর দুটিতে পণ্যের দাম বেড়েছে যথাক্রমে ৬৪ শতাংশ এবং ৫৭ শতাংশ।
যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি নিউইয়র্কের তালিকার শীর্ষে থাকার অন্যতম কারণ বলে বিবিসি জানিয়েছে। চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্রের মুদ্রাস্থিতি ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। চড়া মুদ্রাস্থিতির কারণেই এ বছর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষ দশে ঠাঁই পেয়েছে যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেস এবং সান ফ্রান্সিসকো। ইআইইউর জরিপে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষ দশে নিউইয়র্ক, সিঙ্গাপুর, তেল আবিব, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো ছাড়াও হংকং, জুরিখ, জেনেভা, প্যারিস, সিডনি ও কোপেনহেগেন স্থান করে নিয়েছে।
অন্যদিকে এ বছর ইআইইউর তালিকায় বিশ্বের সবচেয়ে কম ব্যয়বহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে সিরিয়ার শহর দামেস্ক। শীর্ষ দশ কম ব্যয়বহুল শহরের তালিকায় আরও রয়েছে ত্রিপোলি, তেহরান, তিউনিস, তাসখন্দ, করাচি, আলমাতি, আহমেদাবাদ, চেন্নাই ও আলজিয়ার্স।