
সকালবেলা তোমার চিঠি তোমার নিমন্ত্রণ ,
আজ সকালে আকাশজুড়ে মেঘের আয়োজন।
মেঘের মাঝে লুকিয়ে তুমি হাসছো অফুরান,
মেঘ সরিয়ে তোমায় আমি খুঁজেই হয়রান।
রিমঝিমিয়ে বৃষ্টি নিয়ে আকাশ মাঝে এলে,
চোখের তারায় খেলা নিয়ে হৃদয় ছুঁয়ে গেলে।
আমায় তখন জড়িয়ে ধরে উথাল-পাথাল বাতাস,
বৃষ্টি ভিজে একসা হয়ে একলা আমি হতাশ।
সবই তোমার ফাঁকি ছিল— আমার কাছে আসা,
লুকোচুরির এই খেলাটাই আমার ভালোবাসা।