
নিরাপত্তা শঙ্কার মধ্যেই কাশ্মীরে রাহুলের ‘ভারত জোড়ো যাত্রা’ শুরু
নিরাপত্তাজনিত উদ্বেগের মধ্যেই জম্মুতে ভারত জোড়ো যাত্রা অব্যাহত রেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার (২২ জানুয়ারি) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় এ পদযাত্রা। এর আগে শনিবার জম্মুতে দুটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় কয়েকজন আহতের পর যাত্রা শুরু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
সব শঙ্কাকে পাশ কাটিয়ে রোববার সকালে জম্মুর কাঠুয়া জেলার হীরানগর মোড় থেকে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। যার নেতৃত্ব দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
ভারতীয় গণমাধ্যম জানায়, কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে যাত্রা। উপত্যকাটি জুড়ে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। শনিবার জম্মুর নরওয়াল জেলায় একটি রেলস্টেশনের বাইরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন।
এরপরই প্রশ্ন ওঠে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও কাশ্মীর ও জম্মু কংগ্রেস কমিটি জানায়, যত বাধাই আসুক তারা তাদের পদযাত্রা অব্যাহত রাখবে।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শুরু হয় এই কর্মসূচি। সন্ধ্যায় সাম্বার দুগ্গার হাভেলিতে গিয়ে রোববারের কর্মসূচি শেষ হবে।