
বয়স যখন মধ্য তেইশ, অদ্ভুত সরলতা ছিল চোখে মুখে চেহারায়।
মোহ ছিল, ভালো লাগা ছিল, যা ছিল না তা হলো প্রেম।
একদিন এক বর্ষার বিকেলে সেও এলো,
সাথে নিয়ে এলো এক বুক কষ্ট
শেখালো সহনশীলতা,
শেখালো কিভাবে তোলপাড় করে দেওয়া ঝড়েও অবিচল থাকতে হয়।
শেখালো ভয়ঙ্কর বৈপরীত্যেও কিভাবে আকর্ষণ তৈরি হয়,
শেখালো অনমনীয় অহংবোধ একমাত্র প্রেমেই কিভাবে নমনীয় হয়।
তারপরও প্রতিবার, প্রতীক্ষার বসন্ত একাই আসে, চলেও যায়।
নির্মম সময় বয়ে যায় আপন গতিতে,
সময়কে অনুসরণ করে আসে অসময়,
তেইশ তেতাল্লিশে এখন অযুত ব্যবধান,
না বলা কথাদের সম্মুখে এখনও কেন তবে কবিতার সাবধানী আড়াল?
কেন অসময়ের চোখে আগুনঝরা চোখ রেখে একবার বলতে পারে না সে?
আমি তোকে ভালোবাসি
অন্তঃপুরে যেদিকে তাকাই সবখানেতে তুই
বল্ তো তোকে বাহির দেশে কেমন করে ছুঁই?