
আমারে জড়ায়ে যে শিশু,
মাধবীলতার মত সরসর করে বাড়ছে।
এক যুগ ধরে শাখা প্রশাখায়
অক্টোপাসের মত ঢেকে দিচ্ছে আমায়;
আরামের বিছানায়।
সেই আরামে ডুবে স্বপ্ন দেখি।
আড়মোড়া ভেঙে ছুঁই তার গাল,
চোখ
নাক
চিবুক।
মা রে, আমারে ভাসায়ে নে তুই,
দরিয়ার জলে, ম্যালা দূরে।
আমি আকুল হয়ে অকূল দরিয়ায়,
তোর কিশোরী হওয়া দেখি।