বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিংয়ের জন্য নৌকায় ভোট চাইলেন জেলা বিএনপির সহসভাপতি ও পরিবহন শ্রমিকনেতা আবদুল কুদ্দুস। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।
আজ শুক্রবার বিকেলে বান্দরবান সদর উপজেলার সুয়ালক কাইচতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে ভোট চান আবদুল কুদ্দুস। এ সময় মঞ্চে গত ছয়বার এই আসনে টানা নির্বাচিত সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপস্থিত ছিলেন।
কয়েকটি সরকারি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিফলক উন্মোচন উপলক্ষে এই আয়োজন করা হয়। বান্দরবান সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুল কুদ্দুস এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাইকের সামনে দাঁড়িয়ে আবদুল কুদ্দুস বলেন, ‘আপনারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দল করতেই পারেন। কিন্তু এলাকার উন্নয়ন চাইলে বীর বাহাদুরকে ভোট দিতে হবে।
আমি কয়েক যুগ ধরে বিএনপি করছি। এখনো বিএনপিতেই আছি। কিন্তু আমি মনে করি, আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর মন্ত্রী না হলে এই এলাকা কখনো উন্নত হতো না। আমাদের দলে যোগ্য প্রার্থী হয়তো আছেন। কিন্তু মন্ত্রী হওয়ার মত যোগ্যতা তাদের আছে বলে আমি মনে করি না।’
আবদুল কুদ্দুস বলেন, ‘আমার দুই ছেলে সুয়ালক ইউনিয়নের ভোটার। নির্বাচনের সময় আমি তাদের বীর বাহাদুরের পক্ষে পোলিং এজেন্ট হিসেবে দেব।’