পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন, আভাস দিলেন পাপন
চাইলেই চালিয়ে যাওয়া সম্ভব। তবে বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব একসঙ্গে চালিয়ে যাওয়ার ইচ্ছে নেই নাজমুল হাসান পাপনের। চলমান মেয়াদ শেষের আগেই এ বছরের মধ্যে দায়িত্ব ছাড়তে চাওয়ার কথা কাল নিজেই জানিয়েছেন নাজমুল।
স্বাভাবিকভাবে পরবর্তী বিসিবি সভাপতি কে হবেন, এ নিয়ে জোর আলোচনা চলছে।
কে হতে পারেন সে আভাস নাজমুল নিজেই দিয়েছেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ বনানী কবরস্থানে মা-বাবার কবর জিয়ারত শেষে সংবাদমাধ্যমকে নাজমুল বলেছেন, ‘আইসিসির মেয়াদ শেষ হয়ে গেলে তখন ওদের সাথে কথা বলে বের হয়ে আসার সুযোগ আছে। তবে সে ক্ষেত্রে অবশ্যই এখন যারা বোর্ডের পরিচালক আছে, তাদের মধ্যে থেকে একজন হবে (বিসিবি সভাপতি)। বাইরে থেকে কারো আসার কোনো সুযোগ নেই।’
সুযোগ থাকা সত্ত্বেও বিসিবি সভাপতির পদে থাকতে না চাওয়ার কারণ হিসেবে নাজমুল জানিয়েছেন, ‘আইনে কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে বড় কথা। তবে একসাথে যদি দুটোতে থাকি, তাহলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে, ক্রিকেটের প্রতি আমার দৃষ্টিটা একটু বেশি। এটা সকলের ধারণা, অস্বাভাবিক কিছু না।’