আন্তর্জাতিকইউরোপ

‘পর্ন পাসপোর্ট’ চালু করছে স্পেন

সামাজিক অবক্ষয় রোধ করতে অনেক দেশই পর্ন সাইটগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তারপরও লুকোচুরি চলছে নীল ছবি দেখার জন্য। বিশেষ করে নাবালক কিশোর-কিশোরীদের মধ্যে পর্ন সাইট দেখার প্রবণতা বেড়ে চলেছে। সেই প্রবণতায় লাগাম টানতে এবার ‘পর্ন পাসপোর্ট’ চালুর সিদ্ধান্ত নিয়েছে স্পেন। খবর এনডিটিভির।

আনুষ্ঠানিকভাবে এই বিশেষ পাসপোর্টকে বলা হচ্ছে ডিজিটাল ওয়ালেট বেটা বা স্প্যানিশ ভাষায় কারতেরা ডিজিটাল বেটা। গত সোমবার স্পেন সরকার এ–সংক্রান্ত একটি মোবাইল অ্যাপ উন্মোচন করেছে। এই অ্যাপের মাধ্যমে ইন্টারনেট প্ল্যাটফর্মগুলো একজন সম্ভাব্য পর্ন দর্শকের বয়স ১৮–এর বেশি কি না তা যাচাই করতে পারবে।

যাদের বয়স ১৮ বছরের বেশি তারাই নীল ছবি বা প্রাপ্ত বয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখার সুযোগ পাবেন। তবে এই পাসপোর্ট পেলেই ইচ্ছেমতো নীল ছবি কিংবা প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি কনটেন্ট দেখা যাবে না। দর্শকের বয়স একবার যাচাই হয়ে গেলে প্রাপ্তবয়স্কদের পর্ন ওয়েবসাইটে প্রবেশের জন্য এক মাসের অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে ৩০টি ‘পর্ন ক্রেডিট’ মিলবে। তবে কেউ চাইলে অতিরিক্ত ক্রেডিট কেনার জন্য অনুরোধ করতে পারবেন।

এই অ্যাপটির কিছু জটিলতাও আছে। এ নিয়ে সমালোচনা হচ্ছে। তবে সরকার বলেছে, ক্রেডিটভিত্তিক মডেলটি আরও বেশি ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবে, ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ড সহজে যাতে শনাক্ত করা যায় তা নিশ্চিত করবে এই অ্যাপ।

স্পেন সরকার ২০২৭ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি আইন কার্যকর করার ঘোষণা দিয়েছে। এই আইন অনুযায়ী ওয়েবসাইটগুলোকে অবশ্যই অপ্রাপ্তবয়স্কদের পর্নো সাইটে প্রবেশ বন্ধ করতে হবে।

একপর্যায়ে স্পেনে এই পর্ন পাসপোর্টটির স্থলে এককভাবে ‘ইইউ’–এর নিজস্ব ডিজিটাল আইডেনটিটি সিস্টেম (ইএলডিএএস২) ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এটি মূলত একধরনের ওয়ালেট অ্যাপ। ইইউজুড়ে জোটভুক্ত দেশগুলোর নাগরিকদের সরকারি ও বেসরকারি পরিষেবাগুলো পেতে এই ডিজিটাল আইডেনটিটি সিস্টেম ব্যবহার করা যায়।

স্পেনের ডিজিটালমন্ত্রী হোসে লুইস এসক্রিভা স্প্যানিশ সংবাদপত্র এল পাইসকে বলেছেন, আমরা আগে থেকেই কাজটি (পর্ন নিয়ন্ত্রণ) করছি। আমরা প্ল্যাটফর্মগুলোকেও এটি করতে বলছি। কারণ, যে ঝুঁকি রয়েছে তার জন্য এটি প্রয়োজন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension