এম. আবু বকর সিদ্দিক
মেঘলা দিনে হিজল বনে
পাখপাখালির মান,
হাসছে না আজ দিনমণি
গাইবনা তাই গান।
বৃষ্টিনূপুর টাপুর টুপুর
ঝরছে মিষ্টি জল,
বৃষ্টি পেয়ে বৃক্ষমেয়ে
খুশিতে ঝলমল।
ক’দিন গেলে ডালে ডালে
দুলছে পাকা ফল,
পাকা ফলের মধুর গন্ধে
পাখির জিভে জল।
পেটটা পুরে খেয়ে পাখি
গাইছে এবার গান,
জগত জুড়ে প্রভু তোমার
দয়া অফুরান।